চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৩ এএম আপডেট: ২৫.১২.২০২৩ ১০:৫৮ এএম

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নুর মোস্তফা (৫০) নামে বিএনপির এক নেতাকে গুলি ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি জমাসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানালেও বিএনপির পক্ষ থেকে এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার লালানগর গ্রামে এ হত্যাকান্ণ্ডের এ ঘটনা ঘটে। নিহত নুর মোস্তফা সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও একই ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম লালানগরের মুজিবুল হকের ছেলে। নিহত নুর মোস্তফা এক ছেলে ও দুই মেয়ের বাবা। তিনি অ্যাগ্রো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কথা-কাটাকাটির পর কুপিয়ে ও গুলি করে নুর মোস্তফাকে হত্যা করা হয়েছে। বিষয়টি রাজনৈতিক কিনা, জানি না। ঘটনার পর আমরা অতিরিক্ত পুলিশ পাঠিয়েছি। অভিযুক্ত তৌহিদকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ওসি আরও বলেন, তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে সে বজল নামে একজনকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তৌহিদ ওই মামলারও আসামি।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় একই এলাকার যুবলীগ নেতা তৌহিদ ও বিএনপি নেতা নুর মোস্তফার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা, পিঠ ও বুকে জখম হয়। এরপর তাকে গুলি করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে আনার আগেই নুর মোস্তফার মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক কোপ ও গুলির চিহ্ন রয়েছে। মরদেহ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন, নুর মোস্তফাকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এটি অবশ্যই রাজনৈতিক হত্যাকানণ্ড। বিএনপিকে ঘায়েল করার জন্য সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। জমিজমাসংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেনি।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com