|
প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের
প্রার্থীর বিশৃঙ্খলার দায় আওয়ামী লীগ নিবে না
ডেল্টা টাইমস ডেস্ক
|
|
প্রার্থীর বিশৃঙ্খলার দায় আওয়ামী লীগ নিবে না কাদের বলেন, ‘নির্বাচনে বড় কোনো সংঘাত আমরা আশঙ্কা করছি না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। যারা ইলেকশনের পরিবেশকে দূষিত করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী যথাযথ ব্যবস্থা নিবে।’ ১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে- সিপিডির এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘৯২ হাজার কোটি টাকা কোথায় গেল? সেটি জানতে চাই। এই টাকা কোথায় গেছে? কোথায় আছে? সন্ধান দিলে জবাব দিব। আমাদের জানা নেই।’ তিনি বলেন, ‘বদিউল আলম মজুমদার বিএনপির একজন খাস দালাল। বিএনপির রিজভী যা বলে উনিও তাই বলে।’ এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর/এমএনবি |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |