ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৫০ এএম

 ইসরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি, ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি, ছবি: সংগৃহীত

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট রিভোল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) এক সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন বলে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানী দামেস্কের বাইরে সায়েদ রাজি মৌসাভি নামে ওই উপদেষ্টা নিহত হন। প্রতিবেদন মতে, নিহত সায়েদ রাজি মৌসাভি সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

   
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠ জয়নাবিয়া জেলায় জায়নবাদী ইসরাইলের হামলায় ব্রিগেডিয়ার জেনারেল রাজি মৌসাভি নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়মিত খবর বন্ধ রেখে মৌসাভির হত্যার খবর প্রচার করা হয়। খবরে তাকে সিরিয়ায় আইআরজিসির অন্যতম অভিজ্ঞ উপদেষ্টা বলে বর্ণনা করা হয়। আরও বলা হয়, নিহত কমান্ডার মৌসাভি আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ ছিলেন।

তবে দামেস্কে বিমান হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ উপদেষ্টাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরাকি মিলিশিয়া বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হন। এর প্রায় তিন বছর পর হত্যা করা হলো ইরানের আরও এক শীর্ষ কমান্ডারকে।

এদিকে এক বিবৃতিতে নিহত কমান্ডারকে ‘শহীদ’ অভিহিত করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বীর সেনাপতির শাহাদাতের জন্য তার মহান পরিবার ও ইসলামি প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার ও যোদ্ধাদের অভিনন্দন ও সমবেদনা। দখলদার ও বর্বর জায়নবাদী শাসককে তাদের এই অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।’

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com