|
আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে এসেছে। দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও ভিয়েতনামের হ্যানয়। এসব শহরের স্কোর যথাক্রমে ১৯৬ ও ১৯১। তালিকায় এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৭৮ এবং বায়ুমান ‘অস্বাস্থ্যকর’। আর সপ্তম স্থানে আছে ভারতের কলকাতা, স্কোর ১৭৮। একিউআই স্কোর ০-৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |