|
প্যারিসে ফ্ল্যাট থেকে মা ও শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() প্যারিসে ফ্ল্যাট থেকে মা ও শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার প্যারিস থেকে ৪১ কিলোমিটার দূরে অবস্থিত মেক্স শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটর বলছেন, একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় একটি ওয়েবসাইটের প্রতিবেদনে প্রথম এই ঘটনা সামনে আসে। পুলিশ বলছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। প্রসিকিউটর জিন-ব্যাপটিস্ট ব্লেডিয়ার ফরাসি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ভার্সাই জুডিশিয়াল পুলিশ সার্ভিস এই ঘটনা তদন্ত করছে। প্যারিসে সম্প্রতি শিশু হত্যার ঘটনা বেশ বেড়ে গেছে। নভেম্বরের শেষের দিকে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার চার থেকে ১১ বছর বয়সী তিন মেয়েকে হত্যা করেছেন এবং হত্যার কথা স্বীকারও করেন। প্যারিসের দক্ষিণ-পূর্বের আলফোর্টভিলে শহর থেকে পুলিশ ওই শিশুদের মরদেহ উদ্ধার করে। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |