|
কমলাপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ফাইল ছবি প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি সকাল সোয়া ১০টার দিকে স্টেশন ছেড়ে দেয়। প্ল্যালাটফরম ত্যাগ করে মূল লাইনে ওঠার মূহূর্তে মাঝের একটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটির গতি ধীরগতি ছিল বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা আরো জানান, লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চালাচ্ছে। তবে অন্যান্য লাইন দিয়ে কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, আবার স্টেশনে ট্রেন আসছে। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |