|
বগুড়ার শেরপুরে গাড়িদহ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন মতি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
|
বগুড়ার শেরপুরে গাড়িদহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন বিধি মোতাবেক অনুষ্ঠিত নির্বাচনে মতিউর রহমান মতি সভাপতি নির্বাচিত হয়েছেন। ![]() মতিউর রহমান মতি এ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম গত ১৬ নভেম্বর তফসিল ঘোষণা করেন। সে মোতাবেক গত ১৭ ডিসেম্বর শেরপুরের গাড়িদহ দাখিল মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে ৫জন, শিক্ষক প্রতিনিধি ২জন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য ১জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ১জন ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে, গত ২৪ ডিসেম্বর শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য সভা হয়। সভায় নির্বাচিত প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মতিউর রহমান মতি আগামী ২ বছর মেয়াদী ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচন বিধি মেনেই নির্বাচন সম্পন্ন হয়েছে। সে মোতাবেক রেজুলেশনসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |