ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৭ পিএম

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে

ডিবি পুলিশ পরিচয়ে  তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন।আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন শীঘ্রই বাড়ি ফিরবেন।

এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। গত ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমী থেকে তাদেরকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া।

শুক্রবার(২৯ ডিসেম্বর)  এতথ্য নিশ্চিত করেছেন এই দুই নেতার পরিবারের সদস্যরা।

আনোয়ারের মা রমেনা বেগম বলেন, আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে।  সে সুস্থ ও ভালো আছে।’ তবে এতদিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।
অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন  বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শীঘ্রই বাড়ি ফিরবো।কবে তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য,গত ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বিকার করে আসছিলেন।

এদিকে গত ২৬ ডিসেম্বর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার  কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করে এবং তাদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।



ডেল্টা টাইমস/পারভীন লুনা/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com