|
ভোট বর্জনের আহ্বানে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
|
![]() ভোট বর্জনের আহ্বানে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে শহরের কালিবাড়ি বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা বলেন,এই অবৈধ সরকারের পাতানো নির্বাচনে বিএনপিসহ দেশের সাধারণ জনগণ ভোট দিতে যাবে না। এই ডামি নির্বাচন বয়কট করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে ঘরে ফিরবো। এই অবৈধ একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। সাধারণ মানুষ এই একতরফা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সাধারণ জনগণের উদ্দেশে বিএনপির নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে শ্লোগান দেন ও ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। লিফলেট বিতরণের নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা,সহ-সভাপতি খ ম রকিবুল হাসান রতন,যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।# ডেল্টা টাইমস/মো.জাকির হেসাইন/সিআর |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |