ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০৯ পিএম আপডেট: ১৭.১২.২০২৪ ১২:৩৩ পিএম

অস্থায়ী শ্রমিকদের রেলক্রসিং অবরোধ। ছবি সংগৃহীত

অস্থায়ী শ্রমিকদের রেলক্রসিং অবরোধ। ছবি সংগৃহীত

বকেয়া বেতন-ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কারওয়ান বাজারের এফডিসি রেলগেটে তারা অবস্থান করে এই বিক্ষোভ শুরু করেন। ফলে প্রায় ২ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।

সরেজমিন দেখা যায়, এফডিসি রেলগেটে শতাধিক গেটকিপার ও ওয়েম্যান আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা রেললাইন ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশের সদস্যরাও উপস্থিত আছেন।

আন্দোলনে থাকা গেটকিপার আলমগীর কাঁদতে কাঁদতে বলেন, গত ৫ মাস ধরে আমাদের বেতন হয় না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে গত মাসে আমার আব্বা মারা গেছেন। দোকানে বাকি আছি, নানা সমস্যায় আছি। যতবারই বেতনের জন্য গিয়েছি ততবারই আমাদেরকে বলা হয়েছে এই সপ্তাহে পেয়ে যাবেন। এই সপ্তাহ করতে করতে পাঁচ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো বেতন হয়নি।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। আমরা তাদের রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com