রোহিঙ্গাদের ফেরাতে ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: তৌহিদ হোসেন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ পিএম আপডেট: ২২.১২.২০২৪ ১:০৫ পিএম

রোহিঙ্গাদের ফেরাতে ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: তৌহিদ হোসেন

রোহিঙ্গাদের ফেরাতে ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: তৌহিদ হোসেন

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন: অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার। এটি এই অঞ্চলের স্বা‌র্থে দরকার। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র স‌চিব পর্যা‌য়ে বৈঠক হ‌য়ে‌ছে। এটি ভা‌লো উদ্যোগ।

রাষ্ট্রদূত এ অঞ্চ‌লের কা‌নে‌ক্টি‌ভি‌টির প্রয়োজনীয়তায় মাতারবা‌ড়ি প্রক‌ল্পের গুরুত্ব তু‌লে ধরেন।

বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস ও ইন্সটিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স (আইডিই-জেট্রো)। এতে প্রধান অতিথি ছি‌লেন অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, বঙ্গোপসাগর এই অঞ্চলের সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এটা যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় আমরা সেই চেষ্টা করছি। ত‌বে আমরা এটাকে কেন্দ্র ক‌রে যেন কোনো দ্বন্দ্ব সংঘাত না হয় সেটাই চাওয়া।

উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।

তৌ‌হিদ হো‌সেন রো‌হিঙ্গা প্রস‌ঙ্গে ব‌লেন, সাত বছরের বেশি সময় রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এ জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফএম গাওসুল আজম সরকার ও মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com