পরিসংখ্যান ক্যাডার অফিসারদের এক ঘণ্টার কলম বিরতি পালন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৫১ পিএম

পরিসংখ্যান ক্যাডার অফিসারদের এক ঘণ্টার কলম বিরতি পালন

পরিসংখ্যান ক্যাডার অফিসারদের এক ঘণ্টার কলম বিরতি পালন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক ঘণ্টার কলম বিরতি পালন করেছে বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন চত্বরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্তঃক্যাডার বৈষ্যম্য নিরসন পরিষদ (২৫টি ক্যাডার) যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে। তাদের প্রধান দাবিগুলো হলো কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, উপসচিব পদে মেধার ভিত্তিতে পদন্নোতি, বিদ্যমান কোটার অবসান এবং সব ক্যাডারে সমতা বিধান করা।

পরিসংখ্যান ব্যুরোর কলম বিরতিতে বক্তব্য রাখেন বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য আব্দুল কাদের। 

বক্তারা বলেন, প্রশাসন ক্যাডার নিজেদের ইংরেজদের রক্তে গড়া মানুষ মনে করে। তারা সব মন্ত্রণালয়ের প্রথম গ্রেড নিজেদের দখলে রেখেছে। বিশেষ করে পরিসংখ্যান ক্যাডার কর্মকর্তাদের চতুর্থ গ্রেডের উপরে ওঠার সুযোগ নেই। বাকি সব পদ প্রশাসন ক্যাডর দখল করেছে। আমরা এই বৈষম্যের নিরসন চাই। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৪ জানুয়ারি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে বলে মনে করছি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com