বিএনপি নেতা আলতাফ চৌধুরী
আমাদের কিছু নেতাকর্মী আছেন যারা ৫ আগস্টের পর বেআইনি কাজ করেছে
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() আমাদের কিছু নেতাকর্মী আছেন যারা ৫ আগস্টের পর বেআইনি কাজ করেছে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে পটুয়াখালীতে শেষে বাংলা সড়কের সুরাইয়া মঞ্জিলের সামনে এক কর্মীসভা শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব পুরাতন কমিটিগুলো বিলুপ্ত করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। যারা আসলেই বিএনপির কর্মী কমিটিগুলো তাদেরকে নিয়েই করা হবে। এটা পকেট কমিটি হবে না, এখানে আর্থিক কোনো লেনদেন হবে না। আর বিদেশি কোনো এজেন্ট নিয়েও কমিটি গঠন করা হবে না। সমাবেশ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা মহিলাদলের সাবেক সভাপতি, অধ্যাপিকা লায়লা ইয়াসমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি। সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ বাপ্পি ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আমিরুল ইসলাম রয়েলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |