আসাদ অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়ায় ১৪ নিরাপত্তা কর্মী নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ পিএম আপডেট: ২৬.১২.২০২৪ ১২:৫৯ পিএম

ইদলিবের নিয়ন্ত্রণ নেওয়ার পর সশস্ত্র বিদ্রোহীদের উল্লাস। ফাইল ছবি

ইদলিবের নিয়ন্ত্রণ নেওয়ার পর সশস্ত্র বিদ্রোহীদের উল্লাস। ফাইল ছবি

সিরিয়ায় অতর্কিত হামলায় দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহতরা সবাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।

প্রাণঘাতী এই হামলা ও হতাহতের জন্য দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে অভিযুক্ত করেছে বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান।

স্থানীয় আল-ওয়াতান সংবাদপত্রের বরাত দিয়ে মন্ত্রী আবদুল রহমান হামলাকারীদের সাবেক আসাদ সরকারের অনুগত বলেও বর্ণনা করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কর্মীরা নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। তবে এর বেশি কিছু জানানো হয়নি।

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

চলতি মাসের শুরুতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর বেশ কয়েকটি আলোচিত ঘটনায় দেশটিতে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর আগে বুধবার আলেপ্পোতে আলাউয়ি উপাসকদের কাছে সম্মানিত একটি মাজারে কথিত হামলার একটি ভিডিও প্রচারিত হলে প্রতিবাদের ঝড় ওঠে এবং জবাবদিহির আহ্বান জানায় বিক্ষোভকারীরা।

বেশ কয়েকটি আলাউয়ি অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আসাদের পলায়নের পর দায়িত্ব নেওয়া নতুন কর্তৃপক্ষ তাদের ধর্মীয় প্রতীক রক্ষায় যথেষ্ট কাজ করছে না বলেও সম্প্রদায়ের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে নিরাপত্তা কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এই ধরনের ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং তারা সতর্ক করে দিয়ে বলেছেন, পতিত সরকারের অবশিষ্টাংশগুলো বিভেদ ছড়াতে সাম্প্রদায়িক উপাদানগুলো ব্যবহার করতে পারে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com