বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ পিএম

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার বেহেরাবাড়ি এলাকায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আইনুল নামের এক শ্রমিক বলেন, কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে। প্রতিমাসে সাত হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। কিন্তু কারখানার মালিক দুই মাস যাবত বেতন দিচ্ছে না। এছাড়া গত বছর থেকে ওভারটাইমের টাকাসহ নাইট বিলও দেওয়া হচ্ছে না। ঈদ বোনাসও পাওয়া যায়নি। তাই সকাল ৮টায় কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।

আব্দুস সালাম নামের আরেক শ্রমিক বলেন, যা বেতন পাই তা দিয়েই সংসার চালাতে হয়। কিন্তু আমার দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এমতাবস্থায় খুব কষ্টে দিনযাপন করছি। বেতন পরিশোধের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তাদেরকে বকেয়া বেতন পাওয়ার ব্যবস্থা করা হবে এমন আশ্বাসে বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে তারা যান।

তিনি বলেন, কারখানার শ্রমিকরা এখন কারখানার সামনে অবস্থান করছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পাওয়ার চেষ্টা করা হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com