ভালো সাংবাদিকতা না করায় অনেককে পালাতে হয়েছে: কাদের গনি চৌধুরী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ভালো সাংবাদিকতা না করায় অনেককে পালাতে হয়েছে: কাদের গনি চৌধুরী রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী এসব মন্তব্য করেন। তিনি বলেন, “বস্তুনিষ্ঠতা ছাড়া সঠিক সাংবাদিকতা সম্ভব নয়। গণমাধ্যমে সত্যের অপলাপ এবং ফরমায়েসি সাংবাদিকতা কাম্য নয়। অপসাংবাদিকতা সমাজ, দেশ এবং মানব সভ্যতাকে কলুষিত করে।” তিনি আরো বলেন, “সত্যের জয় সবসময় নিশ্চিত, তাই সত্য প্রকাশ এবং অনুসন্ধান করা হলো সাংবাদিকতার একমাত্র কাজ।” মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি একেএম মহসিন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রুবেল। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |