১৩ বছর পর মেলবোর্নে ভারতকে হারালো অস্ট্রেলিয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৯ পিএম

১৩ বছর পর মেলবোর্নে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

১৩ বছর পর মেলবোর্নে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

মেলবোর্নে নাটকীয়তা আর উত্থান-পতনের টেস্টে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৩ বছর পর ভারতকে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট হারালো অসিরা। এর আগে সর্বশেষ ২০১১ সালে ভারতীয়দের হারিয়েছিল অস্ট্রেলিয়া।

দুর্দান্ত জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেেলিয়া। মেলবোর্নে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৪০ রান। কিন্তু দিনের শেষ সেশনে নাটকীয় ব্যাটিংধসে ১৫৫ রানে গুটিয়ে গেছে ভারত।

মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ পঞ্চম দিনের খেলা শুরুর পর ১০ বলের মধ্যেই অজিদের ইনিংস গুটিয়ে যায়। আগের দিন ৪ উইকেট তুলে নেওয়া ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহর আজ ৪ বল লেগেছে নাথান লায়নকে ফেরাতে। ৫৫ বলে ৪১ রান করে লায়ন বিদায় নিলে ২৩৪ রানে থামে অস্ট্রেলিয়া। আর তাতে ৩৪০ রানের লক্ষ্য পায় ভারত।

জবাবে ৩ উইকেটে ১১২ রান তুলে ফেলে ভারতীয় দল। ক্রিজে তখন সেট হয়ে গেছেন ঋষভ পন্ত ও জইসওয়াল। তবে চা বিরতির পর বড় শট খেলতে গিয়ে পন্ত (৩০) বিদায় নিলে ভারতের সব আশা শেষ হয়ে যায়। পরবর্তী ৩৪ রান তুলতেই তারা হারায় শেষ ৭ উইকেট। ১৫৫ রানেই অলআউট হয়ে যায় ভারত। জইসওয়াল সপ্তম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে ২০৮ বলে ৮৪ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও এক পা দিয়ে রাখলো তারা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২৩৪ (লাবুশেন ৭০, কামিন্স ৪১, লায়ন ৪১; বুমরাহ ৪/৫৭, সিরাজ ৩/৭০)
ভারত: ৩৬৯ ও ১৫৫ (যশস্বী ৮৪; কামিন্স ৩/২৮, বোল্যান্ড ৩/৩৯, লায়ন ২/৩৭)
ফলাফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী
সিরিজ: ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com