|
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি 'জয়' উদযাপন করছে ইরান
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি 'জয়' উদযাপন করছে ইরান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, "জয়" মানে ইরান "এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে" এবং ইরান তাদের শক্তি দেখিয়েছে। সংসদ প্রধান এবং প্রাক্তন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাফের শীর্ষ সহযোগী মাহদি মোহাম্মদী, এটিকে "ইতিহাস সৃষ্টিকারী বিজয়" বলে অভিহিত করেছেন। তিনি এক্স এ লিখেছেন, "একটি নতুন যুগ শুরু হয়েছে"। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, অন্যদের অবশ্যই জানা উচিত যে কেউ ইরানের পারমাণবিক কর্মসূচিকে "উৎপাটন" করতে পারবে না। তিনি আরও বলেন, "আমাদের যে সামর্থ্য এবং ক্ষমতা রয়েছে তা বিবেচনা করে, পারমাণবিক শিল্পকে অব্যাহত রাখতে হবে এবং এটি বন্ধ করা হবে না।" ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |