|
দেলদুয়ারে ভুল রক্ত পুশে মৃত্যুর মুখে রোগী, পাশে দাঁড়ালেন ইউএনও
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
|
![]() দেলদুয়ারে ভুল রক্ত পুশে মৃত্যুর মুখে রোগী, পাশে দাঁড়ালেন ইউএনও দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রউফ (৫৫) নানা জটিল রোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু জানান, রোগীর রক্তের গ্রুপ এবি পজেটিভ। সেই অনুযায়ী পরিবারের সদস্যরা এবি পজেটিভ রক্ত সংগ্রহ করে দেন। তবে রক্ত পুশ করার প্রায় ৪০ মিনিটের মধ্যেই আব্দুর রউফের শরীরে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসকরা তাৎক্ষণিক রক্ত পুশ বন্ধ করে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে পুনরায় রক্ত পরীক্ষা করে দেখা যায়, রউফের আসল রক্তের গ্রুপ ও পজেটিভ, এবি পজেটিভ নয়। রোগীর ছেলে উজ্জ্বল অভিযোগ করে বলেন, “রক্তদাতা ও রোগীর রক্ত মেলানোর সময় ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু ভুলভাবে এবি পজেটিভ বলেন, অথচ বাবার রক্ত ছিল ও পজেটিভ। ভুল রক্ত পুশ করার কারণে বাবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।” এ ঘটনায় ইউএনও সাব্বির আহমেদ বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ আল নূরকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে যান। সেখানে রোগীর শারীরিক অবস্থা ও পারিবারিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি রোগীর ছেলে উজ্জ্বলের হাতে প্রাথমিক চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। ইউএনও মো. সাব্বির আহমেদ বলেন, “ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গেই হাসপাতালে যাই। রোগীর অবস্থা বিবেচনায় ২০ হাজার টাকা সহায়তা দিয়েছি। প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে। রোগীর পরিবার যেন উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখে।” ডেল্টা টাইমস/রাশেদ সরকার/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |