মাধ্যমিক স্কুল ভর্তি: ২১ নভেম্বর থেকে আবেদন, ১৪ ডিসেম্বর লটারি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম

মাধ্যমিক স্কুল ভর্তি: ২১ নভেম্বর থেকে আবেদন, ১৪ ডিসেম্বর লটারি

মাধ্যমিক স্কুল ভর্তি: ২১ নভেম্বর থেকে আবেদন, ১৪ ডিসেম্বর লটারি

গতবছরের ধারাবাহিকতায় এবারও দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। আর আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া। যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক ও ভর্তি কমিটির সদস্য অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলেন, এবারও ভর্তি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। সম্পূর্ণ অনলাইনে আবেদন গ্রহণ ও লটারি পরিচালনা করা হবে।

এর আগে মাউশির মহাপরিচালক অধ্যাপক বি. এম. আবদুল হান্নানের সভাপতিত্বে অধিদপ্তরের সভাকক্ষে দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয় ভর্তি কমিটির বৈঠক।

সভা শেষে অধ্যাপক সোহেল জানান, ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে প্রধান শিক্ষকরা অনলাইনে রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটকের কাজ শুরু হবে, আর ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে প্রকাশ হবে ভর্তির বিজ্ঞপ্তি।

তিনি আরও বলেন, লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারবে। গত বছরের মতো এবারও দুই ধাপে ওয়েটিং লিস্ট থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমাণ তালিকা এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

তবে ভর্তি প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে ভর্তি নীতিমালা জারি করেনি বলে জানা গেছে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com