শাপলা প্রতীকের দাবি ইসি সভায় নিষ্পত্তির ইঙ্গিত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শাপলা প্রতীকের দাবি ইসি সভায় নিষ্পত্তির ইঙ্গিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের দাবির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির তিন নেতা আড়াই ঘণ্টার বৈঠক করেন। বৈঠক শেষে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এরপর রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে পৃথক বৈঠক করেন তারা। ইসি সচিব জানান, শাপলা প্রতীক তফসিলে না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে এনসিপিকে ৩০ সেপ্টেম্বরেই চিঠি দিয়ে জানানো হয়েছে। এখন তারা বিকল্প প্রতীক না দিলে কমিশন নিজেরাই প্রতীক নির্ধারণ করবে, যা কমিশনের সভায় চূড়ান্ত হবে। নিবন্ধন নিয়ে আপত্তি এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগ নামে একটি নতুন দলের নিবন্ধন নিয়েও আপত্তি জানিয়েছে। এনসিপির নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, “জাতীয় লীগের কোনো গঠনতন্ত্র, অফিস বা মাঠপর্যায়ের কার্যক্রম নেই। কিভাবে এমন একটি দল নিবন্ধন পেল, তা প্রশ্নবিদ্ধ।” প্রবাসী ভোটার ও তরুণদের নিয়ে উদ্বেগ প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ চালু হতে দেরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলের দাবি, এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। ইসি জানিয়েছে, অ্যাপটি অক্টোবরের মধ্যেই চালু হবে। এছাড়া ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ না হলে ভোটার হতে না পারার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেছে এনসিপি। দলটির দাবি, নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এনসিপির প্রতীক ও নিবন্ধনসংক্রান্ত দাবি, জাতীয় লীগের নিবন্ধনে আপত্তি, প্রবাসী ভোটার অ্যাপ নিয়ে উদ্বেগ ও তরুণদের ভোটার অন্তর্ভুক্তি—এই চারটি ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরব অবস্থানে রয়েছে এনসিপি। ডেল্টা টাইমস্/আইইউ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |