চোখে অঞ্জনি? ঘরোয়া উপায়ে ব্যথা কমাবেন যেভাবে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() চোখে অঞ্জনি? ঘরোয়া উপায়ে ব্যথা কমাবেন যেভাবে আমাদের চোখে অনেক ক্ষুদ্র তেলগ্রন্থি রয়েছে। বিশেষত চোখের পাতার ওপর। এসব গ্রন্থিতে মৃত কোষ, ময়লা, তেল জমে মুখগুলো বন্ধ হয়ে যায়। তাতেই ঘটে ব্যাকটেরিয়ার সংক্রমণ। এমন সমস্যা প্রায়ই আমাদের ভোগায়। কীভাবে আঞ্জনির সমস্যা কমাবেন? এর জন্য কি ওষুধ প্রয়োজন? মোটেও নয়। ঘরোয়া টোটকা কাজে লাগিয়েই অঞ্জনি সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন বিস্তারিত জেনে নিই-
গরম সেঁক আঞ্জনির সমস্যা থেকে রক্ষা পেতে নরম কাপড় বা রুমাল দিয়ে খুব হালকা হাতে গরম সেঁক দিতে পারেন। তবে বেশি চাপ দিয়ে সেঁক দেবেন না। সেঁক দেওয়ার ফলে গ্রন্থির মুখে জমে থাকা তেল শুকিয়ে যাবে। ব্যথাও কমবে। মেকআপ করবেন না চোখে আঞ্জনি হলে ভুলেও মেকআপ করবেন না। এতে অন্য চোখেও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে। মেকআপের কারণেও সংক্রমণ বাড়তে পারে। টি ব্যাগ চায়ের পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ থাকে। লিকার চায়ের গরম টি ব্যাগ দিয়েও চোখে ভাপ দিতে পারেন। এতে চোখের ফোলাভাব কমবে। সংক্রমণও কমবে। মিলবে স্বস্তি। ক্যাস্টর অয়েল চোখের পাতায় খাঁটি ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। তবে তেলের মেয়াদ আছে কি না তা আগে দেখে নিন। যদি মেয়াদের মধ্যে থাকে, তাহলে ব্যবহার করতে পারেন। ব্যাকটেরিয়াজাত সংক্রমণের ঝুঁকি কমায় এই তেল। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |