পুনাক দাঁড়াল গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:১৪ পিএম

পুনাক দাঁড়াল গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে

পুনাক দাঁড়াল গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে

ফিলিস্তিনের গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মাস্তুল ফাউন্ডেশন। গত শুক্রবার রাজধানীর রমনা এলাকার পুনাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে গাজার ক্ষতিগ্রস্ত মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তার জন্য মানবিক অর্থ সহায়তা মাস্তুল ফাউন্ডেশনের হাতে হস্তান্তর করা হয়।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন বলেন, “মানবতার সেবাই আমাদের মূল অঙ্গীকার। গাজার বর্তমান চরম দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গাজার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে।”

মাস্তুল ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কামরুজ্জামান বলেন, “পুনাকের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। ২০২৪ সাল থেকে আমরা গাজার যুদ্ধাহত পরিবারদের খাদ্য, চিকিৎসা এবং নগদ অর্থ সহায়তা দিয়ে আসছি। বর্তমানে সেখানে দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পেও কাজ করছি, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। সমাজকল্যাণ শাখা আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান। এছাড়াও মাস্তুল ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক আবু মোহাম্মদ কামরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সুচারুভাবে উপস্থাপন করেন পুনাকের জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

ফিলিস্তিনে মানবিক সহায়তার জন্য মাস্তুল ফাউন্ডেশনের হাতে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি ৭ জন অসুস্থ কর্মচারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও তুলে দেন আফরোজা হেলেন।

পুনাক দাঁড়াল গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে

পুনাক দাঁড়াল গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, যিনি তার হৃদয়স্পর্শী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন।

সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে পুনাক আজ এক “মানবতার পরিবার”, যেখানে প্রতিটি কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে পুনাক দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে সেবার আলো।


ডেল্টা টাইমস্/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com