বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক:
|
![]() বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম স্বাভাবিক রোববার (১২ অক্টোবর) রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ডের এক জরুরি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় জাতীয় সদর দপ্তরের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের অংশ হিসেবে ইতোমধ্যে একজন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, বর্তমানে জাতীয় সদর দপ্তরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং সব কার্যক্রম আগের মতোই চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি নিরপেক্ষ ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে সুশাসন, জবাবদিহিতা এবং সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |