পর্যাপ্ত প্রটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: জনপ্রশাসন সচিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() পর্যাপ্ত প্রটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: জনপ্রশাসন সচিব রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রণালয়ের কাজে যোগ দিয়ে এই কথা জানান তিনি। এসময় নতুন সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের মতো আগামী নির্বাচন নিরপেক্ষতা হারাবে না।’ কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করেননি এবং ভবিষ্যতেও করবেন না বলে প্রতিশ্রুতির কথা জানান এহছানুল হক। তিনি আরও বলেন, ‘কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ বন্ধ করে দেবেন। ভোট গ্রহণ বন্ধ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ এর আগে সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়। মোখলেস উর রহমানের বদলির পর ২১ দিন ধরে শূন্য ছিল এই পদ। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |