সৌদি-কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম

সৌদি-কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত

সৌদি-কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত

কাতার, সৌদি আরব ও ইরানসহ আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়ার পর আফগানিস্তান এবং পাকিস্তানের বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) কাবুলভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আফগান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, কাতার ও সৌদি আরবের অনুরোধে উভয় পক্ষের মধ্যে শত্রুতা বন্ধ করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন, পাকিস্তানের পরবর্তী যে কোনো পদক্ষেপের জন্য আফগানের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।

মুখপাত্র আরও বলেন, 'কাতার এবং সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে সেটি মেনে নিয়েছে। তবে আজ সকালে আমরা খবর পেয়েছি, পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়েছে। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে।'

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'মন্ত্রণালয় উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য উত্তেজনা কমাতে এবং উত্তেজনা এড়াতে সাহায্য করে - এমনভাবে পার্থক্য নিয়ন্ত্রণের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছে।'

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আশেপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই প্রতিবেশী ও মুসলিম দেশের মধ্যে উত্তেজনা কমাতে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।'
দৈনিক ডেল্টা টাইমস্/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com