নাশকতার মামলায় মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ জন নেতাকর্মীর অব্যাহতি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:০৫ পিএম

আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাস / ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাস / ছবি: সংগৃহীত

পুলিশকে হত্যা উদ্দেশ্যে আঘাত ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপিন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ অক্টোবর) ‎পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে গ্রহণ করে ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

‎অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন জাতীয়তাবাদী মহিলার দলের সভাপতি আফরোজ আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া ইউং শামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য আমুনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মনজু, ঢাকা দক্ষিণের ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ প্রমুখ।

‎মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি এই মামলায় তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আজকে আদালত এই প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

‎মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল ফকিরাপুলের দিক হতে ব্যান্ডপার্টি, ব্যানার ফেষ্টুন নিয়ে শো-ডাউন করে নয়া পল্টনস্থ বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আসে। এরপর নবী উল্লাহ নবী ও কফিল উদ্দিন এর নেতৃত্বে অপর দুইটি মিছিল শো-ডাউন করে ব্যানার ফেষ্টুন নিয়ে একই দিক হতে আসতে থাকে এবং সর্বশেষ মির্জা আব্বাস এর নেতৃত্বে ৮-১০ হাজার জনের একটি মিছিল নিয়ে- ব্যান্ডপার্টিসহ ব্যানার ফেষ্টুন নিয়ে শো-ডাউন করে নয়া পল্টনস্থ বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আসে। তারা নয়াপল্টনস্থ ভিআইপি রোড বন্ধ করে মিছিল ও শো-ডাউন করে যানবাহণ চলাচল বন্ধ করে দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করে। পুলিশ তাদেরকে রাস্তার এক লেন ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও জন দূর্ভোগ সৃষ্টি না করার জন্য অনুরোধ করলে তারা পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়।

‎তারা পুলিশের উপর আক্রমন করে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে সরকারি কাজে বাধা দিয়ে অতর্কিতে পুলিশকে আক্রমন করে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com