এবার গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:২০ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ১:৫২ পিএম

এবার গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন

এবার গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতের লোকজনকে গুম করে র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলের গোপন স্থানে বন্দি রেখে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়। ওই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।

গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ (দলের কার্যক্রম নিষিদ্ধ)। সেদিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তিন দিন পর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু করে। আওয়ামী লীগ সরকারের সময় গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেই তাদের বিচার হচ্ছে।

এরই মধ্যে সরকার আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করেছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আত্মগোপনে আছেন। দলীয় কর্মসূচি এখন প্রায় বন্ধ।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com