মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
. বিদ্রোহী সেনাদের নেতৃত্বদানকারী কর্নেল মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা জাতীয় রেডিওতে দেয়া এক ঘোষণায় বলেন, “আমরা ক্ষমতা গ্রহণ করেছি।” তিনি আরও জানান, সেনাবাহিনী এখন থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। ঘোষণায় কর্নেল র্যান্দ্রিয়ানিরিনা বলেন, সেনাবাহিনী দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্ত করেছে, তবে জাতীয় সংসদ (লোয়ার হাউস) বহাল থাকবে। এর কিছুক্ষণ আগেই সংসদ প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পাস করে। মঙ্গলবার জাতীয় পরিষদের ভোটে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ১৩০টি ভোট পড়ে। এর আগে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান সরকারবিরোধী আন্দোলন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মধ্যে রাজোয়েলিনা দেশত্যাগ করেন, স্থানীয় গণমাধ্যম এমনটাই জানিয়েছে। তবে অভিশংসন ভোটের নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে রাজোয়েলিনা বলেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলে তিনি ভোটটিকে “অসাংবিধানিক” বলে দাবি করেন। গত ২৫ সেপ্টেম্বর দেশটিতে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও মৌলিক সেবার ঘাটতির অভিযোগে জেন জি প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভের সূচনা হয়। ধীরে ধীরে তা সরকার ও প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে রূপ নেয়। তরুণরা রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে রাজপথে নেমে আসে। অবশেষে গত রোববার একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়েন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ‘সমঝোতার’ পর তিনি দেশত্যাগ করেন বলে জানা গেছে। ফরাসি সেনাবাহিনীর একটি ‘কাসা’ বিমান তাকে মাদাগাস্কারের সান্ত মেরি বিমানবন্দর থেকে তুলে নেয়। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |