কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা সোমবার রাতে জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার কিং চিকেন রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সিনিয়র সহ-সভাপতি মাই টিভির প্রতিনিধি আল-আমিন রানা, সহ-সভাপতি এস এ টিভির প্রতিনিধি মো. সেলিম হাওলাদার এবং নিউজ২৪ টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির প্রতিনিধি আ. হ. জুবেদ। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু মিয়া। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ডিবিসি টিভির প্রতিনিধি মহসিন পারভেজ, এটিএন নিউজ টিভির প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন এবং গাজী টিভির প্রতিনিধি আলাল আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একাত্তর টিভি ও ঢাকা পোস্ট প্রতিনিধি সাদেক রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী পাভেল ও চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি জিসান মাহমুদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিন ভুঁইয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি কাউসার আহমেদ বিহন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সিএইছডি টিভির প্রতিনিধি নাসরিন আকতার মৌসুমী, এবং দপ্তর সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি জাহিদ হোসেন জনি। এ ছাড়া ১নং সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোসারফ হোসেন। অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক সরেজমিন প্রতিনিধি এইচ. এম. এরশাদ, নাগরিক টিভির প্রতিনিধি এবাদুর রহমান এবং ফাল্গুনী টিভির প্রতিনিধি লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে কুয়েতের আইনকে শ্রদ্ধার সাথে মেনে চলার আহ্বান জানান। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |