চ্যাটজিপিটিতে আসছে ‘অ্যাডাল্ট মোড’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম

চ্যাটজিপিটিতে আসছে ‘অ্যাডাল্ট মোড’

চ্যাটজিপিটিতে আসছে ‘অ্যাডাল্ট মোড’

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির কন্টেন্ট তৈরির নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। চলতি বছরের ডিসেম্বর থেকে চ্যাটজিপিটিতে চালু হবে বিশেষ ‘অ্যাডাল্ট মোড’, যা শুধুমাত্র ভেরিফায়েড প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার) স্যাম অল্টম্যান লিখেন, ‘আমরা যখন পূর্ণাঙ্গ বয়স যাচাই ব্যবস্থা চালু করব, তখন প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করা হবে। ভেরিফায়েড ব্যবহারকারীরা চাইলে প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু দেখতে বা তৈরি করতে পারবেন।’

ওপেনএআই জানিয়েছে, নতুন এই সংস্করণে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী চ্যাটজিপিটির আচরণ পরিবর্তন করতে পারবেন।

নতুন সংস্করণে চ্যাটজিপিটির ভেরিফায়েড ১৮+ ব্যবহারকারীরা এডাল্ট বা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারবেন। ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ভয়েজ, কথা বলার ধরন নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে বন্ধুর মতো স্বাভাবিক আলাপ বা বেশি ইমোজি ব্যবহারের স্টাইল বেছে নেওয়া যাবে।

চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন বয়স ভেরিফিকেশনের ব্যবস্থা, যাতে ১৮ বছরের নিচের ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে এসব কনটেন্ট থেকে সুরক্ষিত থাকবেন।

ওপেনএআই আগে চ্যাটজিপিটিতে কনটেন্ট তৈরির নীতিতে কঠোর নিয়ন্ত্রণ রেখেছিল। নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অনেক বিষয় কন্টেন্ট তৈরি সীমিত রেখেছিল। তবে কোম্পানির দাবি, এসব সীমাবদ্ধতার কারণে অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটিকে কম কার্যকর ও কম আকর্ষণীয় মনে করছিলেন।

এআই প্রযুক্তির সামাজিক প্রভাব নিয়ে নানা বিতর্কের মধ্যেই ওপেনএআই চ্যাটজিপিটির নীতিগত এই পরিবর্তন এসেছে । গত বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চ্যাটজিপিটি পরামর্শে এক কিশোর আত্মহত্যা করেছিল বলে অভিযোগ ওঠে । ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (FTC) ওপেনএআই-এর বিরুদ্ধে তদন্ত শুরু করে, যাতে শিশু ও কিশোরদের ওপর এআই চ্যাটবটের প্রভাব যাচাই করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওপেনএআইয়ের এই পদক্ষেপ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নতুন এক পর্যায়ে নিয়ে যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট কনটেন্ট অনুমোদনের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা পাবেন। তবে শিশু অধিকারকর্মীরা সতর্ক করেছেন, এই ফিচারটি যেন কোনোভাবেই অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে না পড়ে।

ওপেনএআই জানিয়েছে, তারা শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ও বয়স ভেরিফিকেশন নিশ্চিত করবে, যাতে কনটেন্ট ব্যবহারে কোনো ঝুঁকি না থাকে।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com