নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই দাবি তুলে ধরা হয়েছে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারা কোন কোন দাবি তুলে ধরেছেন সেসব কথা জানান নাহিদ। সেসময়ই তিনি জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তারা প্রধান উপদেষ্টার কাছে জানিয়ে এসেছেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। প্রধান উপদেষ্টাকে বলেছি যে, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, স্বচ্ছ নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের যেভাবে কাজ করার কথা ছিল সেটি তারা করছে না। আমরা বলেছি যে, কিছু দলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষপাত রয়েছে, কিছু দলের প্রতি তারা বিমাতাসুলভ আচরণ করছে। তারা কীভাবে পক্ষপাতমূলক আচরণ করছে সেসব বিষয়ও আমরা বুঝিয়ে বলেছি।’ এর আগে বিকাল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের
সঙ্গে দেখা করতে যমুনায় যান এনসিপির চার নেতা। নাহিদ ছাড়াও প্রতিনিধিদলে
ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক
সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |