ক্যাচ মিসের সঙ্গে ‘মানসিক ব্যাপার জড়িত’ বলে দাবি জ্যোতির
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ক্যাচ মিসের সঙ্গে ‘মানসিক ব্যাপার জড়িত’ বলে দাবি জ্যোতির বারবার ব্যাটিং বিপর্যয়েও যেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের টনক নড়ছে না। ব্যাটিং কোচের সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। লঙ্কানদের বিপক্ষে হারের পর অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমার মনে হয় শুরু থেকেই ম্যাচটা আমাদের হাতে ছিল। ব্যাটিংটা ভালোই করছিলাম আমরা। তবে (শারমিনের) রিটায়ার্ড হার্টের কারণে আমরা মোমেন্টাম হারিয়েছি। পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। আমরা এভাবে খুব কাছে গিয়েও ৩টি (আগের দুটি ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ম্যাচ হারলাম, বিষয়টি হৃদয়বিদারক। কিছু কিছু জায়গায় আমরা প্ল্যান থেকে সরে যাচ্ছি।’ নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া করায় নিজেদের ত্রুটি স্বীকার করে অধিনায়ক বলেন, ‘সুপ্তা ভালোই খেলছিল, আমার সঙ্গে ভালো জুটি হলো। পরে তার ক্র্যাম্প হলো। সেখানেই মোমেন্টাম হারিয়েছি। পরে স্বর্ণার (স্বর্ণা আক্তার) সঙ্গে জুটি গড়তেও সময় লেগেছে। মাঝে বাউন্ডারিও বের করতে পারছিলাম না। এখানেই ম্যাচটা হেরে মূল্য চুকাতে হয়েছে। আমি আর সুপ্তা আপু ভালোভাবে হ্যান্ডেল করছিলাম। উনি চলে গেলেই মোমেন্টাম শিফট হয়ে যায়। স্বর্ণাও সেটেল হতে সময় নিয়েছে। জেতা ম্যাচ আসলে হারার ভুল আমাদের–ই।’ ক্র্যাম্পিংয়ের কারণে উঠে যাওয়া সুপ্তা ক্রিজে এসে পেলেন কেবল শেষ বল। ততক্ষণে কার্যত বাংলাদেশের জয়ের আশা শেষ। তার ব্যাটিংয়ে নামা প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘উনার (সুপ্তার) অবস্থা বেশি খারাপ ছিল, ক্র্যাম্প করছিল ফুল বডিতে। একদম না হলে নয় এমন জায়গায় নেমেছে। আমাদের যেহেতু আরেকটা ম্যাচ আছে, বেশি খারাপ যেন না হয় সেই প্ল্যান ছিল। কারণ বাকিরাও ভালো সামর্থ্যবান ছিল। নাহিদারাও হিট করতে পারে ভালো। পরিকল্পনা ছিল শেষে যদি প্রয়োজন হয়, তাহলে তাকে (সুপ্তা) কাজে লাগানো হবে।’ পুরো বিশ্বকাপজুড়ে একের পর এক ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। এদিকে বিশেষ ফিল্ডিং ছাড়াই খেলছে মেয়েরা। প্রধান কোচ সারোয়ার ইমরানই নাকি ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়েছেন। গতকাল ক্যাচ মিস করা নিয়ে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আসলে ক্যাচ ধরতেই হবে। আমরা এবার অনেক ক্যাচ ড্রপ করেছি, এখানে মানসিক ব্যাপার জড়িত আছে বলে মনে হয়। চেষ্টা করব এসব ভুল শুধরে নিতে।’ ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |