অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:২৭ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ১:২৭ পিএম

অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন

অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) এই প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের দুরবস্থার একটি মূল কারণ হলো, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই।

'যে জাতি আইনের প্রতি শ্রদ্ধাশীল যত বেশি, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে।'

তিনি লেন, আমাদের এই কালচারটা কালটিভেট করতে হবে। উই ওয়ান্ট রুল অব ল, নট রুল বাই ল। শাসন করার জন্য বানালাম, সেটা না। আমরা চাই, সর্বস্তরের সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, একটা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা চেষ্টা আমরা করব। আপনাদের নির্বাচনকালীন দায়িত্ব পড়বে। যে দায়িত্ব পড়ুক না কেন, সেটা আপনারা ন্যায়সম্মতভাবে, আইনসম্মতভাবে, নিউট্রালি ও প্রফেশনালি পালন করবেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের মধ্যে সমন্বয় একটা বড় জিনিস। আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত, সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের ওপরই নির্ভর করে। নির্বাচনের সময় সমন্বয়টা খুবই জরুরি। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারের সঙ্গে সমন্বয়, কেন্দ্রীয় মনিটরিং সেল, জেলা মনিটরিং সেল, ইলেকশন মনিটরিং সেলের সঙ্গে সমন্বয়- এই সার্বিক সমন্বয়টা আপনাদের খুব সিরিয়াসলি পারসিউ করতে হবে।

নাসির উদ্দিন বলেন, আপনারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে  আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদের অন্যায় কোনো আদেশ দেব না। অন্যায় কোনো হুকুম দেব না।

তিনি বলেন, মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক ঘটনায় দেখা যায় হয়তো, এভরিথিং ইজ ওভার, সবকিছু শেষ হওয়ার পরে পৌঁছায়। তখন দেখবেন যে আর কেউ নাই। সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন, সেটা যাতে না হয়, তা আপনাদের নিশ্চিত করতে হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com