|
মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক:
|
![]() মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য ইসলাম বিদ্বেষী অপরাধ ও হামলা থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষা করতে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার নিরাপত্তা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০২৫ সালে মুসলিম সম্প্রদায়ের জন্য আগে থেকেই ৩ কোটি ৪ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার( ২৩ অক্টোবর) আগুনে পুড়ে যাওয়া পিসহ্যাভেনের মসজিদ দেখতে গিয়ে এই ঘোষণা দিয়েছে স্টারমার। স্টারমার বলেন, আমরা চাই মুসলিম সম্প্রদায় শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারুক। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা মানে আমাদের পুরো জাতি ও মূল্যবোধের বিরুদ্ধে হামলা। এই তহবিল মুসলিম সম্প্রদায়কে নিরাপদ পরিবেশে বসবাস ও ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সহায়তা করবে। মুসলিম বিদ্বেষের জেরে অক্টোবর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের পিসহ্যাভেন শহরের একটি মসজিদে আগুন দেওয়া হয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি ও একজন মুসল্লি মসজিদের ভেতরেই অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৯ টা ৫০ মিনিটের দিকে মুখোশ পরা দুই ব্যক্তি মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে। এরপর পেট্রোল ঢেলে মসজিদের দরজায় আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনায় মসজিদের প্রবেশদ্বার এবং এর সামনের রাস্তায় রাখা একটি গাড়ি পুড়ে গিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ ২০২৫ পর্যন্ত এক বছরে ব্রিটেনে মুসলিম বিদ্বেষী ঘৃণামূলক অপরাধ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |