|
এবার যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কি পাবেন বাংলাদেশিরা?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() এবার যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কি পাবেন বাংলাদেশিরা? যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কম মূলত সেসব দেশের মানুষকেই এই ভিসা দেওয়া হয়। প্রত্যেক বছর সবমিলিয়ে ৫৫ হাজার মানুষ এই ভিসার সুবিধা ভোগ করে থাকেন। তবে গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশের কেউ ডিভি লটারির সুবিধা পাবেন না। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস গত ১৯ অক্টোবর জানায় মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অভিবাসন সীমা অতিক্রম করায় কয়েকটি দেশকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। সেগুলো হলো— বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন ও হংকং, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম। এসব দেশ গত পাঁচ বছরে ৫০ হাজার বা তারও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দেশটির নিয়ম হলো যেসব দেশের মানুষ গত পাঁচ বছরে কম এসেছে তাদের নাগরিকদের ডিভি লটারি দেওয়া। ডিভি লটারির জন্য প্রতি বছর লক্ষ লক্ষ আবেদনকারী একটি ইলেকট্রনিক এন্ট্রি ফর্মের মাধ্যমে নিবন্ধন করেন। এই প্রোগ্রামে নাম জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর র্যানডোমাইজড কম্পিউটার ড্রয়িংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে নির্বাচন করা হয়। যারা নির্বাচিত হন, তারা ডিভি লটারির জন্য আবেদন করতে পারেন, অথবা যদি তারা যদি যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকেন এবং অন্য সব দিক থেকে যোগ্য হন, তবে তারা একজন ডিভি অভিবাসী হিসেবে তাদের স্ট্যাটাস অ্যাডজাস্ট করার জন্য আবেদন করতে পারেন। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |