নির্মাতার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়ে যা বললেন সাদিয়া আয়মান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৪২ পিএম

নির্মাতার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়ে যা বললেন সাদিয়া আয়মান

নির্মাতার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়ে যা বললেন সাদিয়া আয়মান

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ অভিনয় করে ভীষণ প্রশংসা কুড়িয়েছিলেন। দর্শক ও সমালোচকদের কাছে তার চরিত্রটি আলোচনায় ছিল। এর পাশাপাশি তিনি ছোটপর্দা ও ওটিটি সিরিজেও সমানতালে কাজ করে যাচ্ছেন। 

বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবেও বিবেচিত হচ্ছেন সাদিয়া আয়মান। তবে এ মুহূর্তে নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে কিছু দিন ধরেই নাকি চলছে প্রেমের গুঞ্জন। এতদিন এ নিয়ে কেউ-ই কোনো কথা বলেননি। তবে অবশেষে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানে একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে জিজ্ঞেস করা হয়, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন— আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন? এমন প্রশ্ন শুনে মুচকি হেসে কিছুটা লজ্জিত ভঙ্গিতে সাদিয়া আয়মান বলেন, 'যা রটে, তার কিছু হলেও ঘটে।’  

এবার উপস্থাপক জানতে চান— তাহলে বিষয়টি সত্যি? উত্তরে অভিনেত্রী বলেন, আমি ব্লাশ করছি—এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দিই— আমারও ভালো লাগে।

সাদিয়া আয়মান বলেন, ভবিষ্যতে কী হবে, সেটি একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি। তবে নিজের অনুভূতি খোলামেলা জানালেও নির্মাতা রেদওয়ান রনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com