|
দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর ক্ষোভ ঝাড়লেন মৌসুমী হামিদ!
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর ক্ষোভ ঝাড়লেন মৌসুমী হামিদ! বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তার চাচার মৃত্যু সংবাদ দিয়ে একটি ছবি পোস্ট করেন। পোস্টটিতে তিনি লিখেন, ‘সুস্থ মানুষ টারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল।’ ‘শান্তিতে থেকো কাকু। তোমার প্রানহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ঐচেহারা টাই সারা জীবন মনে থাকবে। তুমি ভাল থাইকো। আসতেছি আমিও শিগ্রই হয়ত। আমরা একসাথেই আবার চিল করব সুন কাকু।’ তিনি আরও লেখেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল। চিরতরে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই অনুসারী, সহকর্মী ও আত্মীয়স্বজনদের সমবেদনায় ভরে ওঠে কমেন্ট বক্স। মনিকা নামের একজন ভক্ত লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকার জন্য শোক ও সমবেদনা জানাই। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। আমীন।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘তিনি ছিলেন একজন সত্যিকারের ভালো মানুষ। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং তার পরিবারকে এই শোক বহন করার শক্তি দেন।’ প্রায়ই সময় দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। সবার একই অভিযোগ থাকে যে সুস্থ ব্যক্তিকে মৃত করে নিয়ে আসলাম। এখন সেই একই ধরণের ক্ষোভ প্রকাশ করলেন মৌসুমী হামিদ তার প্রিয় চাচার মৃত্যুকে ঘিরে। অভিনেত্রীর চাচার কি হয়েছিলো বা কোন হসপিটালে ভর্তি ছিলেন সে সর্ম্পকে বিস্তারিত জানা যায়নি। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |