|
প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পুরোটাই খেলেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। হোম অব ক্রিকেটের চিরাচরিত স্পিন-নির্ভর পিচ নিয়ে কম আলোচনা হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ালে স্বাগতিকরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধান। মিরপুরের কালো উইকেটের চেয়ে ভিন্ন রূপ চট্টগ্রামে। ঘাসে ঢাকা ওই পিচে ১৭০–২০০ রানেরও দেখা মিলতে পারে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। অবশ্য প্রভাব ফেলতে পারে রাতের শিশির। তখন স্পিনারদের বল গ্রিপ করতেই পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। স্পোর্টিং উইকেট বিবেচনায় নিয়ে দুই দলই একাদশ সাজাবে। ধারণা করা হচ্ছে, ২ পেসার এবং ৩ স্পিনার নিয়ে একাদশ হতে পারে টাইগারদের। তেমনটা হলে যথারীতি শেখ মেহেদী-রিশাদ-নাসুমদের সঙ্গে পেস বিভাগে তাসকিন-মুস্তাফিজকে দেখা যেতে পারে। ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে তাদের মাঠ থেকে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল বাংলাদেশ। এ ছাড়া ফরম্যাটটিতে নিজেদের সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজেই টাইগাররা জিতেছে। যদিও এশিয়া কাপে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি পাকিস্তান-ভারতের বিপক্ষে। বিপরীতে, ক্যারিবীয়রা গত বছরের অক্টোবর থেকে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে, সর্বশেষ শিকার হয় নেপালের বিপক্ষে। একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ : বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |