|
আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে: শুভশ্রী গাঙ্গুলী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে: শুভশ্রী গাঙ্গুলী সিরিজটির প্রচারণার মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে 'লেডি সুপারস্টার' তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। শুভশ্রীকে প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে 'লেডি সুপারস্টার' বলে সম্বোধন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোথাও কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে-আস্তে বদলাবে।’ এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ 'অনুসন্ধান'-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে। সিরিজটির গল্প মহিলা সংশোধনাগারের স্পর্শকাতর একটি বিষয়কে ঘিরে, যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক কারাবন্দি অন্তঃসত্ত্বা হচ্ছেন। এই কঠিন রহস্যের কিনারা করবেন সাংবাদিক অনুমিতার ভূমিকায় থাকা শুভশ্রী। এই ধরনের সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি খুব খুশি যে এ রকম সাহসী চরিত্রে আমাকে ভাবা হয়েছে। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। খুব ছোট আকারে এই খবর প্রকাশিত হলেও তেমন ভাবে এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা তো শিল্পী, তাই আমাদের প্রতিবাদের মাধ্যমটাও একটু ভিন্ন রকম।’ শুভশ্রীর এই সিরিজ আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |