|
ফোনের ব্যাটারি ফুলে গেলে কী করা উচিত?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ফোনের ব্যাটারি ফুলে গেলে কী করা উচিত? ব্যাটারি ফুলে যাওয়ার কারণ- ফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার জাতীয় হয়ে থাকে। এই ব্যাটারিগুলো বারবার চার্জ দেওয়ার সময় রাসায়নিক বিক্রিয়া ঘটে। কোনো কারণে যদি অতিরিক্ত চার্জ বা তাপ সৃষ্টি হয়, তখন ব্যাটারির ভিতরে গ্যাস জমে ফুলে ওঠে। ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণগুলো হলো— অতিরিক্ত চার্জ দেওয়া বা সারারাত চার্জে লাগিয়ে রাখা নকল বা মানহীন চার্জার ব্যবহার গরম জায়গায় ফোন রাখা ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া ব্যাটারি ফুলে গেলে কী করবেন- ১. ফোন ব্যবহার বন্ধ করুন ব্যাটারি ফুলে গেলে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করুন। জোর করে সেটি চালু রাখার চেষ্টা করবেন না। ২. চার্জার খুলে ফেলুন ফোন চার্জে থাকলে সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। ৩. চাপ দেবেন না বা ফুটো করবেন না অনেকে ব্যাটারি চেপে বা ফুটো করে গ্যাস বের করার চেষ্টা করেন—এটি অত্যন্ত বিপজ্জনক। এতে আগুন বা বিস্ফোরণ হতে পারে। ৪. সার্ভিস সেন্টারে নিয়ে যান ফোনের অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্যাটারি পরিবর্তন করান। নিজেরা ব্যাটারি খুলে দেখার চেষ্টা করবেন না। ৫. পুরনো ব্যাটারি ফেলে দেবেন না ফুলে যাওয়া ব্যাটারি সাধারণ ডাস্টবিনে ফেললে তা থেকে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। এটি ই-বর্জ্য (e-waste) হিসেবে নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্রে জমা দিন। কীভাবে এড়ানো যায় এই সমস্যা- সবসময় অরিজিনাল চার্জার ও ব্যাটারি ব্যবহার করুন। ফোন ১০০% চার্জ হলে খুলে ফেলুন। ফোন ব্যবহার করার সময় চার্জে লাগিয়ে রাখবেন না। ফোন অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ রাখুন। দীর্ঘদিন পুরনো ব্যাটারি হলে পরিবর্তন করে ফেলুন। ফোনের ব্যাটারি ফুলে যাওয়া মানে সেটি আর নিরাপদ নয়। অবহেলা করলে এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সামান্য অসাবধানতার জন্য ঝুঁকি না নিয়ে সচেতন হোন, নিরাপদ থাকুন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |