|
৪-৫ দিনে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমতি: বানিজ্য উপদেষ্টা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ৪-৫ দিনে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমতি: বানিজ্য উপদেষ্টা রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। তবে এরইমধ্যে আমদানিকারকদের ২ হাজার ৮০০ মেট্রিক টন আমদানির আবেদন রয়েছে। বাজারে পেঁয়াজের দাম না কমলে এক সপ্তাহের মধ্যে আমদানির অনুমতি দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
আমদানি শুল্ক তোলার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এক সপ্তাহ পর্যবেক্ষণের পর পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। তবে আমদানির অনুমোদন দিলে সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, কেজিতে ৪০-৫০ টাকা দাম বাড়াটা অযৌক্তিক। দেশে এমন কোন ঘটনা হয়নি যাতে দাম বাড়বে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |