|
আচরণবিধি চূড়ান্ত হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আচরণবিধি চূড়ান্ত হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে- এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, যে আচরণবিধিমালাটা… প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময় ঠিক করে নেবো। এরই মধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে ইসি সচিব বলেন, আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসছি। সেটা হচ্ছে যে, আপনারা জানেন আমাদের প্রবাসী ভোটার অ্যাপটা (পোস্টাল ভোট বিডি) যে লঞ্চ করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর, সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে আমরা করবো ১৮ নভেম্বর। তিনি বলেন, মূল কারণ দুটো। একটা হচ্ছে ১৬ নভেম্বর রোববার। রোববারতো বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। সেটা বিবেচনা করে দেখা গেলো যে এটা ১৮ নভেম্বর করলে ভালো হয়। এর সঙ্গে আরও একটা জিনিস আছে যে ১৮ তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবো। সেটার জন্য এই পরিবর্তনটা। অনলাইনে নিবন্ধনের পর এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলবে। এক্ষেত্রে প্রবাসী, ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে যারা থাকবেন তারা ভোট দিতে পারবেন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |