|
অদৃশ্য চিঠি
রেহানা ফেরদৌসী:
|
![]() অদৃশ্য চিঠি ইচ্ছে করছে নিজেকে ভেঙে চুরে তোমার জন্য লিখে দেই... তুমি তোমার মতোন করে আমায় গুছিয়ে পড়ে নিও। ঠিক যেমন আগে নিজের হাতে পড়িয়ে দিতে আমারিই পায়ে আলতা, হাতে কাঁচের রেশমী চুড়ি আর ঠোঁট থেকে আদরে-আদরে মুছে দিতে লাল লিপস্টিক! তোমার কাছে অগোছালো এই আমিটাকে চিঠিতে লিখে, তুলে দিতে বড্ড্ ইচ্ছে করছে! ইচ্ছে করছে চিঠির ভেতর আমার সমস্ত অভিমান-ভালোবাসা ভরে দেই আমার চোখের জলে ভাসিয়ে দেই তোমার সুখের তরী। সেই নোনা জলেই তুমি ভাসো, হাসো, কাঁদো, ডুবো আবার ভাসো। তবুও আমাতেই রও। খুনসুটির ফাঁকে, তোমায় আমার ভেজা চুলের পানির ছিটে দিতে ইচ্ছে করে ভীষণ। ইচ্ছে করে বোঝাই-তোমার স্পর্শ পাওয়ার জন্য কতোটা- অস্থির হয়ে আছে আমার অশান্ত এ মন। তোমার শাসনে আরও অবাধ্য হয়ে ওঠা মনের ঢেউ এর উচ্চতার তীব্র উচ্ছ্বাস তোমায় লিখতে ইচ্ছে করে! ইচ্ছে করে সেই চিঠিতে তোমায় স্বম্বোধন করে কতো নামে ডাকি! আসলে শুধু চিঠি নয়, তোমার তরে সারাদিন আমার শুধু লিখতে ইচ্ছে করে। মনে হয়..যা লিখি, যেমন লিখি তা সব তোমাকে উদ্দেশ্য করেই, তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায় । অতঃপর লেখা শেষ করে, নিজেই পড়তে গিয়ে দেখি...এতো কোন চিঠি নয়, শুধুই আমার অপ্রাপ্তি আর মিথ্যে অপেক্ষার দীর্ঘশ্বাস এর এক অদৃশ্য উপাখ্যান ॥ লেখক: সহ সম্পাদক,সমাজকল্যাণ বিভাগ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ডেল্টা টাইমস/রেহানা ফেরদৌসী/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |