|
ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সার্টিফিকেট কোর্স
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সার্টিফিকেট কোর্স শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ইফেকটিভ প্রফেশনাল কমিউনিকেশন’ নামের কোর্সটি পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (এসপিএসইউ)। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা মৌখিক ও লিখিত যোগাযোগের কৌশল, প্রফেশনাল ই-মেইল লেখা, সিভি ও কাভার লেটার প্রস্তুত, আত্মবিশ্বাসের সঙ্গে প্রেজেন্টেশন দেওয়া এবং ডিজিটাল মাধ্যমে কার্যকরভাবে যোগাযোগ করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ পাবেন। এ ছাড়া দলগত কাজ, সমস্যা সমাধান ও সমন্বয়মূলক দক্ষতা বাড়ানোর জন্যও থাকছে ব্যাবহারিক সেশন। এসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে সক্ষম হবেন। আইসিইসি জানায়, এই উদ্যোগ শুধু একটি কোর্স নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর পরিকল্পনার অংশ– যার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতেও অনুপ্রাণিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে-কোনো বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |