|
তানজিন তিশার হৃদয় এবার ব্যবসায়ীর দখলে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() তানজিন তিশার হৃদয় এবার ব্যবসায়ীর দখলে সম্প্রতি তিশা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে প্রেমের গুঞ্জন তুলেছেন। তিশার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করা হয়। একটি ছবিতে দেখা যায়, তিনি এক যুবককে বুকে টেনে নিচ্ছেন। অপর ছবিতে দুজন চোখে চোখ রেখে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগাভাগি করছেন। পোস্ট কিছুক্ষণ পর সরিয়ে দিলেও ছবি দ্রুত ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির সঙ্গে মুহায়মান জায়ানের নাম উল্লেখ করা হয়, যিনি তিশার প্রেমিক হিসেবে পরিচিত। খোঁজ নিয়ে জানা গেছে, মুহায়মান জায়ান একজন ব্যবসায়ী এবং গুলশানে বসবাস করেন। তার সঙ্গে তিশা সত্যিই প্রেমের সম্পর্ক রক্ষা করছেন। তিশার এক ঘনিষ্ঠ সহকর্মী বলেন, ‘তিশা ও জায়ান প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক বজায় রাখছেন। প্রায়ই একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়।’ এ বিষয়ে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তার সহকারী নিলয় জানান, ‘আপু ঘুমাচ্ছেন।’ এরপরও কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে অনেকে মনে করছেন, শাড়ি কান্ডের সমালোচনা থামাতেই ইচ্ছে করেই প্রেমের গুঞ্জন বাজারে ছড়িয়ে দিয়েছেন তিনি। এটি তিশার প্রেমের খবরে আলোচনায় প্রথমবার নয়। এর আগে হাবিব ওয়াহিদ, ইমরান মাহমুদল, আফরান নিশো, জাবিন ইকবাল জাহিন এবং সর্বশেষ অভিনেতা মুশফিক ও ফারহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জ শোনা গিয়েছিল। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |