|
বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান বাড়বে: জুলফিকার আলী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
|
![]() বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান বাড়বে: জুলফিকার আলী শনিবার (১৫ অক্টোবর) মোংলা পৌর শহরে বিএনপির লিফলেট বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন। মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জুলফিকার আলী বলেন, “নির্বাচন ষড়যন্ত্র চলছে। তারেক জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করব। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব উত্থাপন করেছিলেন। লিফলেট বিতরণের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে এই বিষয়টি পৌঁছে দিচ্ছি, যাতে তারা বুঝতে পারে বিএনপি ক্ষমতায় এলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।” পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, যুবদল নেতা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ প্রচারণায় অংশ নেন। ডেল্টা টাইমস্/আলী আজীম/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |