দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের নিয়ে সিআইপিআরবি’র স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম

দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের নিয়ে সিআইপিআরবি’র স্মরণসভা

দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের নিয়ে সিআইপিআরবি’র স্মরণসভা

বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের নিয়ে রবিবার রাজধানীর তুরাগের কামারপাড়া রাজকন্যা কমিউনিটি সেন্টারে স্মরণসভা আয়োজন করেছে সিআইপিআরবি (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ)। সভায় জানানো হয়, বাংলাদেশে রোড ক্র্যাশে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৫৭৮ জনের।

কামারপাড়া জনকল্যাণ সোসাইটির সদস্য সচিব আলাউদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সিআইপিআরবি’র পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী, রোড সেফটি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, স্থানীয় বাসিন্দা এমডি আবুল বাশার এবং দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্য রাহিমা, নাসিমা ও রোজিনা।

ড. সেলিম মাহমুদ চৌধুরী বলেন, রোড ক্র্যাশ প্রতিরোধযোগ্য। তবে এর জন্য দরকার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা। অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, রাস্তায় মোবাইল ব্যবহার, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা দুর্ঘটনার প্রধান কারণ। তিনি সবাইকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

কাজী বোরহান উদ্দিন বলেন, সিআইপিআরবি দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা বিষয়ে গবেষণা, স্থানীয় সচেতনতা বৃদ্ধি ও নীতি প্রণয়নে কাজ করছে। ভবিষ্যতেও সংস্থাটি তথ্য ব্যবস্থাপনা, দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা এবং সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

সভাপতি আলাউদ্দিন আলাল বলেন, “রাস্তায় নিরাপদ চলাচল নিয়ে আমরা পূর্বে পুরোপুরি জানতাম না। আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এখন আমরা সঠিক নিয়মগুলো জানি এবং মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছি। সকলের আন্তরিক প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা কমবে বলে আশাবাদী।” তিনি সরকারি ও বেসরকারি উদ্যোগে দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, রোড ক্র্যাশে নিহত ও আহতদের স্মরণ, পরিবারকে সহমর্মিতা জানানো এবং সড়ক নিরাপত্তা বিষয়ে বৈশ্বিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়। স্মরণসভার আগে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com