শিক্ষামন্ত্রীর আশ্বাসে বাড়ি ফিরলেন শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ১২:০০ এএম



নতুন অর্থবছরের শুরুতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্তির দাবিতে গত বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা। ওইদিনই তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তার দফতরের অভিমুখে পদযাত্রা শুরু করে। তবে প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা মোড় পর্যন্ত আসতেই পুলিশের বাধার মুখে পড়েন তারা।
রোববার বিকাল সাড়ে ৩টায় শিক্ষকদের আন্দোলনস্থলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনকে সঙ্গে নিয়ে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সরকার শিক্ষাবান্ধব সরকার। আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন, ঘরে ফিরে যান। আগামী অর্থবছরের শুরুতে যোগ্যতার ভিত্তিতে এমপিওকরণ শুরু হবে। এমপিওকরণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী অর্থবছরে এমপিওভুক্তকরণে নতুন অর্থ বরাদ্দ দেওয়া হবে। খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, যাতে আপনাদের কষ্ট দূর করা সম্ভব হয়।

এদিকে বিকাল ৫টায় নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা বৈঠকে শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের নামার হুমকিও দেন শিক্ষক নেতারা। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।  উল্লেখ্য, গত এক বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করেছিল সরকার। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলে ৯ হাজার ৪৯৮টি আবেদন জমা পড়ে। এগুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির শর্ত পূরণ করেছে ২ হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা। যার মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ২০০, মাদরাসা ৫০০ এবং সাড়ে ৩০০ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শিক্ষক অসন্তোষের আশঙ্কায় এমপিওভুক্তি পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনের আগে সাড়ে ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বাদ দিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষের ঝুঁকি নেয়নি সরকার। তাই ঝুলে যায় এমপিওভুক্তি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com