|
এক নজরে ফিল্মফেয়ার ২০১৯
বিনোদন ডেস্ক
|
|
এক নজরে ফিল্মফেয়ার ২০১৯ এক নজরে ফিল্মফেয়ার ২০১৯ ঈশান খাত্তার ও সারা আলি খান‘পদ্মাবত’ ছবিতে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় মনকাড়া অভিনয়ের জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। স্ত্রী দীপিকা পাড়ুকোনের কাছ থেকে পুরস্কার গ্রহণের সময় হাঁটু গেঁড়ে বসে যান তিনি। অবশ্য আয়ুষ্মান খুরানার সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করতে হয়েছে তাকে। তার অভিনীত ‘অন্ধধুন’ সমালোচক বিভাগে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি পুরস্কার জিতেছে। সেরা চিত্রনাট্য, আবহ সংগীত ও সম্পাদনা বিভাগের স্বীকৃতিও এসেছে এর ঘরে। ![]() এক নজরে ফিল্মফেয়ার ২০১৯ ![]() এক নজরে ফিল্মফেয়ার ২০১৯ আজীবন সম্মাননা পেয়েছেন হেমা মালিনী। আরডি বর্মণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সংগীতের নতুন প্রতিভা নীলাদ্রি কুমারকে। মুম্বাইয়ের জিও গার্ডেনসে শনিবার (২৩ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এই আয়োজন উপস্থাপনা করেন সুপারস্টার শাহরুখ খান, রাজকুমার রাও ও ভিকি কৌশল। অনুষ্ঠানে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করা হয়। ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বিজয়ী তালিকা সেরা চলচ্চিত্র (সমালোচক পুরস্কার): অন্ধধুন সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রাজি) সেরা অভিনেতা: রণবীর কাপুর (সঞ্জু) সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার): নীনা গুপ্তা (বাধাই হো) সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার): রণবীর সিং (পদ্মাবত) ও আয়ুষ্মান খুরানা (অন্ধধুন) সেরা নবাগতা: সারা আলি খান (কেদারনাথ) সেরা নবাগত: ঈশান খাত্তার (বিয়ন্ড দ্য ক্লাউডস) সেরা পরিচালক: মেঘনা গুলজার (রাজি) সেরা নতুন পরিচালক: অমর কৌশিক (স্ত্রী) সেরা পার্শ্ব অভিনেতা: গজরাজ রাও (বাধাই হো) ও ভিকি কৌশল (সঞ্জু) সেরা পার্শ্ব অভিনেত্রী: সুরেখা সিক্রি (বাধাই হো) সেরা চিত্রনাট্য: অন্ধধুন (শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুরতি, যোগেশ চান্দেকার, হেমন্ত রাও) সেরা সংলাপ রচয়িতা: অক্ষত ঘিলদিয়াল (বাধাই হো) সেরা মৌলিক গল্পকার: অনুভব সিনহা (মূল্ক) সেরা অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য ছবি): হুসেইন দালাল (শেমলেস) সেরা অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য ছবি): কীর্তি কুলহারি (মায়া) সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (পিপল’স চয়েস অ্যাওয়ার্ড): প্লাস মাইনাস সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ফিকশন): রোগ্যান জোশ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (নন-ফিকশন): দ্য সকার সিটি সেরা মিউজিক অ্যালবাম: পদ্মাবত (সঞ্জয়লীলা বানসালি) সেরা গায়ক: অরিজিৎ সিং (এ ওয়াতান, রাজি) সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (ঘুমর, পদ্মাবত) সেরা গীতিকার: গুলজার (এ ওয়াতান, রাজি) সেরা আবহ সংগীত: ড্যানিয়েল জর্জ (অন্ধধুন) সেরা শব্দসজ্জা: কুনাল শর্মা (তুমবাড) সেরা নৃত্য পরিচালক: ক্রুতি মহেশ মিদ্যা, জ্যোতি তোমর (ঘুমর, পদ্মাবত) সেরা অ্যাকশন: বিক্রম দাহিয়া, সুনীল রড্রিগেজ (মুক্কেবাজ) সেরা চিত্রগ্রাহক: পঙ্কজ কুমার (তুমবাড) সেরা সম্পাদনা: পূজা লাধা সুরতি (অন্ধধুন) সেরা পোশাক: শীতল শর্মা (মান্টো) সেরা শিল্প নির্দেশনা: নীতিন জিহানি চৌধুরী ও রাজেশ যাদব (তুমবাড) সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: জিরো (রেড চিলিস এফএক্স) |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |